মানুষ আর বাঙালি আলাদা ব্যাপার?
সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘রিজওয়ান’ নাটকের চরিত্রায়নে মুসলমান মরছে- এ ভাবটা গুরুতর ছিল না মে বি। যদিও কাশ্মীরের হাঙ্গামার গুরুতর ব্যাপার এটাই, অন্য যা যা-ই থাকুক তার মধ্যে থেকেও। তাও লক্ষণীয় ছিল- নাটকের প্রচারণায় ‘অসাম্প্রদায়িকতা বানী’ ছড়ানোর ব্যাপার ছিল। যদিও সেটা স্পষ্ট ছিল না কেন এবং কার উদ্দেশে। বিশেষত মুসলমানদের ‘অসাম্প্রদায়িক’ হতে বললে দারুণ অস্বস্তি…