ভিক্টর কসাকভস্কির ক্লাসে
ভিক্টর কসাকভস্কিকে ধরা হয় দুনিয়ার প্রথম সারির ডকুমেন্টারি নির্মাতাদের একজন। সমপ্রতি বাংলাদেশে এসেছিলেন ফিল্মি বাহাস গ্রুপের আমন্ত্রণে। এটা ছিল তারেক মাসুদ মাস্টারস ক্লাসের প্রথম সেশন। মাস্টার যেহেতু ভিক্টর, সেখানে মাঘ মাসের দুই তারিখে কাকগোসল দিয়ে সাড়ে নয়টায় ফার্মগেটের ডেইলি স্টার ভবনে হাজির হতে কষ্ট হওয়ার কথা নয়। হয়েছিলও তাই। সারাদিনের আয়োজনে ছিল ভিক্টরের চারটি ডকুমেন্টারি,…