আবুল সরকারের সাক্ষাৎকার/ জ্ঞান ভাসা ভাসা হলে হবে না, ভিতরে যেতে হবে
২০১৩ সাল। আমরা কয়েকজন গেছিলাম আবুল সরকারের ঢেরায়। সেই কথপোকথনের নেতৃত্ব ও প্রধান সূত্রধর ছিলেন মোহাম্মদ রোমেল ভাই। প্রথমে প্রকাশ হইছিল দৈনিক আলোকিত বাংলাদেশে, পরে ওয়েব ম্যাগ বানানে। সেই লেখাটার অসম্পাদিত অংশ থেকে… অনেক আবুল সরকারের ভিড়ে তিনি হলেন বড় আবুল সরকার। থাকেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায়। চার দশকের বেশি সময় ধরে পালাগান করছেন বাংলাদেশে আনাচে…