পাঠ প্রতিক্রিয়া/ অসুখের দিন
অসুখের দিন। আমার নন-ফিকশন বইটি প্রকাশ করেছে বাছবিচার বুকস। প্রচ্ছদ করেছেন খেয়া মেজবা। জানুয়ারির শেষ দিকে বাজারে আসা বইটি নিয়ে অনেকেই মূল্যবান প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। ‘ইচ্ছেশূন্য মানুষ’ ব্লগে সেই লেখাগুলো তুলে রাখলাম। ছবি: বাতিঘর ফায়জা তাবাসসুম, ২৯ জানুয়ারি ফেসবুকে যাদের লিখা পড়ে পড়ে তাদের লেখনীর সাথে পরিচিতি ঘটেছে, তাদের মধ্যে ওয়াহিদ সুজন অন্যতম।…