‘সাদমা’ ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র, যেটি তামিল নির্মাতা বলু মহেন্দ্র পরিচালনা করেন নিজেরই আগের বছরে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ‘মুনড্রাম পিরাই’ অবলম্বনে। তামিলটির মতই মুখ্য ভূমিকায় কামাল হাসান ও শ্রীদেবীকে নেওয়া হয়। হিন্দি সিনেমার ইতিহাসে ‘সাদমা’কে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।
‘সাদমা’ ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র, যেটি তামিল নির্মাতা বলু মহেন্দ্র পরিচালনা করেন নিজেরই আগের বছরে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ‘মুনড্রাম পিরাই’ অবলম্বনে। তামিলটির মতই মুখ্য ভূমিকায় কামাল হাসান ও শ্রীদেবীকে নেওয়া হয়। হিন্দি সিনেমার ইতিহাসে ‘সাদমা’কে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।