‘শি’র মূল চরিত্র আয়শা নামের এক প্রজ্ঞাবান নারী। আরও আছে তার প্রেমিক লিও ও লিওয়ের পালক বাপ হলি। নানা জম্মে নানাভাবে আয়শা ও লিও পরস্পরের কাছাকাছি আসার চেষ্টা করে। কিন্তু নিয়তি তাদের মাঝে দেয়াল হয়ে থাকে। তবে আয়শার সঙ্গে অমরত্বের একটা বিষয় থাকে। কিন্তু লিও ও হলিকে বারবার জম্মাতে হয়। আয়শাকে কখনো ফারাও মন্দির, কখনও গ্রিসে, কখনও তিব্বত অথবা উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যায়। প্রায় একযুগ আগে পড়া। এত কি মনে থাকে! এভাবে অমরত্বের সঙ্গে আয়শা প্রজ্ঞাবতী এক নারীতে পরিণত হন।