book-and-massimo-12

সিটি ইউনিভার্সিটি অব নিউইর্য়কে দর্শন বিভাগের অধ্যাপক মাসিমো পিগলিউচি নিজেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিজ্ঞানী বলে দাবি করেন। তার ম্যাথমেটিক্যাল প্লেটোনিজম শিরোনামের লেখাটি ফিলোসফি নাউ পত্রিকার জুলাই ২০১১ সংখ্যায় প্রকাশিত হয়। তিনি এই পত্রিকার ফিলোসফিক্যাল সায়েন্সের করসপন্ডেট। পিগলিউচির লেখা একটি উল্লেখযোগ্য বই: Nonsense on Stilts: How to Tell Science from Bunk. বইটি প্রকাশিত হয় ২০১০ সালে। প্রকাশক University of Chicago Press. তার ব্লগের ইউআরএল: http://rationallyspeaking.blogspot.com/

আকারে ছোট এই লেখাটিতে তিনি বস্তু বা বস্তু জ্ঞানকারী শক্তিনির্ভর বিজ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছেন। এটা একই সাথে বিজ্ঞানকেন্দ্রিক জ্ঞানকান্ডের সীমা ও ভবিষ্যত ব্যাপ্তির ধারণা দেয় –যা দর্শনের সাথে বিজ্ঞানের যুগল সম্পর্কের দিকটি উম্মোচন করে । লেখাটি উত্তম পুরুষে লেখা হলেও পড়ার সুবিধার্থে সেটা বাদ দেয়া হলো। একই সাথে কিছু ক্ষেত্রে সংক্ষেপন ও অতিরিক্ত তথ্য যোগ (দুটো প্যারার অদল-বদল)সহ লেখার শিরোনামটিও বদলে দেয়া হলো। সে অর্থে লেখাটিকে পুরোপুরি আক্ষরিক অনুবাদ বলা যায় না।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *