shohor ali. Published December 27, 2011 at 396 × 300 in শহর আলীর অন্যজীবন সে খোয়াব বেশিক্ষণ স্থায়ী হয় না। তার ঘুম ভেঙে যায়। সূর্য পাখনা মেলে উঠি উঠি করছে। সে উঠে গিয়ে জানালা খুলে দেয়। দিনের আলোতে রাতের রোশনাইয়ের কিছু আর অবশিষ্ট নাই। অনিদ্রা শহর আলীর মধ্যে নিজেকে সমর্পিত করে। Comments comments