পিপড়ে

পিপড়েদের হিংসে হয় আমার
পিপড়ের দল ব্লাক বোর্ডে
নামতা শেখায়।

মানুষেরা চক বানায়
চক ধ্বংস করে নামতা শিখে
দুইকে চার, চারকে আট বানায়।

পিপড়ের দল কি সুন্দর
গ্রোত্রপতির পিছে একা একা ঘরে ফিরে
তাদের কোন ভান নাই
নামতা শিখতে হয় না
গণতন্ত্র লাগে না, আধুনিকতা লাগে না।

আনন্দ দেখ,
ভিন পথে দেখা হলে
দুটো পিপড়ে একদণ্ড জিরিয়ে নেয়
এমনকি দুই একটা কথাও বলে।
এইসব বলাবলি দেখে
মানুষ সংঘ বানায়, রাষ্ট্র বানায়
কিন্তু জানে না পিপড়েরা কি কথা বলে।

Comments

comments

6 thoughts on “পিপড়ে

  1. ভালো লাগল কবিতাটি। ক্ষুদ্র জীবনকে দিয়ে বৃহৎজীবনের বয়ান শুনলাম।

  2. ভাই আমাদের জীবন পিঁপড়ের মত সহজ সরল হলে ভালই হত কিন্তু তা তো হওয়ার নয়।

Comments are closed.